শেরপুরে গোলাম মুর্শিদাবাদের দরবার শরিফে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অনুসারীরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরস্থ মির্জা আজম চত্বরে গোলাম মুর্শিদাবাদের দরবার শরীফের অনুসারী ও খাজা তরিকতসহ মাজারপন্থীরা লংমার্চ করার উদ্দেশ্যে সমবেত হন। এতে প্রায় দেড় হাজার ভক্ত যোগ দেন।
পরবর্তীতে লংমার্চটি জামালপুর শহরস্থ ফেরিঘাট পৌঁছালে শেরপুরের মুর্শিদাবাদে দরবারের খাদেম গোলাম মাওলা বলেন, পরবর্তী সময়ে আপনাদের ডাকলে আবার এখানে আসবেন। এ প্রেক্ষিতে ঐ স্থানে মোনাজাতের মাধ্যমে দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচি সমাপ্ত করেন।
কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলে একপক্ষ তা মেনে স্থান ত্যাগ করেন। তবে অপরপক্ষ শেরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় তারা ময়মনসিংহ-জামালপুর সড়ক অবরোধ করার চেষ্টা করেন। একপক্ষ শেরপুর যাওয়ার জন্য থেমে থেমে বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেরপুরের মুর্শিদাবাদে দরবার শরীফ ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা