“
গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. রংপুরের গংগাচড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল এমরান এর নেতৃতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গংগাচড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক ০২ টি স্থানে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামী- ১। মোঃ শাহীনুর রহমান (৩৪) পিতা-মোঃ মফিজার রহমান ২। নুর মোহাম্মদ (৩৮) পিতা-মোঃ আতিয়ার রহমান ৩। মোঃ আতিকুজ্জামান@ এরশাদ (৩৯) পিতা-মোঃ তৈয়ব আলী ৪। মোঃ রুহুল মিয়া (৫২) পিতা-মৃত আব্দুল কুদ্দুছ সকলের সাং-সয়ড়াবাড়ি ফুলবাড়ি চওড়া ৫। মোঃ আশরাফ আলী (৩০) পিতা-মৃত আব্দুর রশিদ ৬। মোঃ আনিছুর রহমান (২৮) পিতা- মোঃ আমিনুর রহমান ৭। মোঃ মানিক মিয়া (২৫) পিতা-মোঃ মোফাজ্জল হোসেন ৮। মোঃ আশরাফুল ইসলাম (৩৫) পিতা-মোঃ আনছার আলী সকলের সাং-সয়ড়াবাড়ি কাচারিপাড়া ৯। মোঃ সোহেল রানা (৩৮) পিতা-মোঃ আব্দুল জলিল সাং-বিদিতর, সকলের থানা-গংগাচড়া জেলা-রংপুর
১০। মোঃ ছানারুল ইসলাম (৪৯), পিতা-মৃত নয়া মিয়া, মাতা-মোছাঃ সাবিনা খাতুন, সাং-ওমর বালাটারী, ১১। মোঃ মশিয়ার রহমান (৪২), পিতা-মোঃ ছয়ফাল হোসেন, সাং-জয়দেব কাগজিপাড়া, উভয় থানা-গংগাচড়া, জেলা-রংপুর, ১২। মোঃ এরশাদুল ইসলাম নয়ন (৪২), পিতা-মৃত আবু তালেব, মাতা-মোসলেমা বেগম, সাং-হরিরামমল, থানা-হারাগাছ, আরপিএমপি, রংপুর, ১৩। মোঃ রেজাউল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মোছাঃ সেকেন বানু, সাং-জয়দেব কাগজিপাড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর, ১৪। মোঃ আব্দুস সালাম (৫৮), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মৃত সালেমা বেগম, সাং-বকসা (জয়নাল মেম্বারের বাড়ির পার্শ্বে), থানা-হারাগাছ, আরপিএমপি, রংপুর, ১৫। মোঃ নুরুজ্জামান সরকার (২৮), পিতা-মোঃ নুুরুল ইসলাম, মাতা-মৃত তহমিনা বেগম, সাং-গজঘন্টা মহিষাশুর, ১৬। মোঃ আবুল কাশেম (৪০), পিতা-মোঃ আবু বক্কর, মাতা-মোছাঃ হেলেনা বেগম, সাং-জয়দেব কাগজিপাড়া, ১৭। মোঃ আলমগীর হোসেন (৩৯), ১৮। মোঃ আনিছুর রহমান (৫০), উভয় পিতা-মৃত সহিদার রহমান, মাতা-মোছাঃ আনজেনা বেগম, উভয় সাং-বড়রুপাই, সকলের থানা-গংগাচড়া, জেলা-রংপুর। পূর্বের নিয়মিত মামলায় গ্রেফতার ০১ জন আসামী-১। মোঃ কামরুজ্জামান বাবু (৩০), পিতা-মৃত আনারুল ইসলাম, সং-রামনগর বেতগাড়ী, থানা- গংগাচড়া, জেলা- রংপুর। ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ০১ জন আসামী ১। মোঃ আতিয়ার রহমান(৪৩), পিতা-পিতা মোঃ মজিবর রহমান, সাং-ভুটকা, থানা- গঙ্গাচড়া জেলা -রংপুরকে গ্রেফতার করা হয়। মোট ০৪টি পৃথক অভিযানে সর্বমোট ২০জন অভিযুক্তকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।