কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উগ্র হিন্দুত্ববাদী স্লোগান ‘জয় শ্রীরাম’ এবং ‘কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার তিনমাথা এলাকায় তৌহিদী মুসলিম জনতার ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এ সময় তারা ভারতের শত বছরের পুরনো মসজিদ ধ্বংসের ঘটনারও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ১০০ থেকে ১২০ জন অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আফজাল হোসেন, ফুলবাড়ী কেন্দ্রীয় মসজিদের খতিব ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি এইচ এম আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা