ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।
সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকার আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন ফেরদৌস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানের কারণে আগারগাঁও এলাকায় যান চলচাল ব্যহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
এর আগে রোববার (২৪ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চালকরা।
বিআরটিএ থেকে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে আজ অটোরিকশাচালকদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া, ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আজ আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন আদালত। হাইকোর্টের এই আদেশের পরদিন থেকে প্রতিদিনই ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন চালকরা।