সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ীদের মধ্যে অন্যতম খেলোয়াড় রুপনা, ঋতুপর্ণা এবং মনিকা চাকমা। এই তিনজনকে জাঁকজমকভাবে ফুল সজ্জিত গাড়ি দিয়ে রাজকীয় সংবর্ধনা দিলেন রাঙ্গামাটিবাসী।
শনিবার (২৩ নভেম্বর) সকালে এই তিনজন খেলোয়াড়কে নিয়ে রাঙ্গামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে মোটরবাইক এবং ফুল সজ্জিত ট্রাক দিয়ে শোভাযাত্রা শুরু করা হয়।
শোভাযাত্রাটি শহরের ভেদভেদী-আসামবস্তী-তবলছড়ি-দোয়েল চত্বর-বনরূপা এলাকা প্রদক্ষিণ করে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে প্রবেশ করে। পরে সেখানে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনা রিজিয়ন, রাঙ্গামাটি জেলা পরিষদ, পুলিশ, রাঙ্গামাটি পৌরসভা ও রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গরা তাদের অভিনন্দন ও সংবর্ধনা দেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাফজয়ী খেলোয়াড় রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনা রিজিয়ন, রাঙ্গামাটি জেলা পরিষদ, পুলিশ, রাঙ্গামাটি পৌরসভা এবং রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ হতে ফুল, উত্তরীয়, ক্রেস্ট এবং উপহার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ হতে তিন খেলোয়াড়কে এক লাখ টাকা করে তিন লাখ টাকা, জেলা পরিষদ হতে এক লাখ টাকা করে ৩ লাখ টাকা, সেনা রিজিয়ন থেকে এক লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং রাঙ্গামাটি পৌরসভা থেকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা উপহার তুলে দেওয়া হয়।
আলোচনা সভা রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সাফজয়ী খেলোয়াড় রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে অভিন্দন জানিয়ে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মামুন এবং রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম প্রমুখ।
সভায় সাফজয়ী খেলোয়াড় রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা তাদের পক্ষে থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা বলেন, আমরা সবসময় চেষ্টা করবো দেশের জন্য কিছু করার। দেশের জন্য কিছু বয়ে আনতে পারলে আমাদেরও ভালো লাগে। আপনার আমাদের জন্য দোয়া ও আর্শীবাদ করবেন।
পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়