কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট নিরসনের ১১ দিনপর চিলমারী-রৌমারী রুটে আবারো স্বাভাবিক হবে ফেরি চলাচল।
এ রুটে ফেরি বন্ধের টানা ১১ দিন পর খননে নাব্য ফিরিয়ে আনায় আগামীকাল থেকে আবারো চালু হবে ফেরী চলাচল। এর আগে নাব্য সংকটের কারণে গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ।
চিলমারী-রৌমারী রুটে ড্রেজিংয়ের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ড্রেজিংয়ের (খনন) সব ধরনের কাজ আজকের মধ্যে শেষ হবে। বিভিন্ন স্থানে মার্কিং করে দিলেই কাল থেকে ফেরি চলাচল করতে পারবে।
বিআইডবব্লউটিসি’র চিলমারী ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, এখন খননের কাজ শেষ বিআইডবব্লউউটিএ কালকের মধ্যে মার্কিং শেষ করে দিলে কাল হতে পুনরায় এ পথে ফেরি চলাচল শুরু হবে।