মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন গাইবান্ধায়।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামেদরপুর পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা আশেপাশের মানুষ জানান, একটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে দামেদরপুর পূর্বপাড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় জোবেদা বেগম তার ছোট নাতিকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়, এতে তিনি সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তিনি মারা যান।
ঘটনার পরপরই স্থানীয় জনতা মোটরসাইকেলসহ ওই চার যুবককে আটক করে পুলিশের কাছে দেয়।
বিষয়টি নিশ্চিত করে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ কবীর প্রধান বলেন, দুর্ঘটনার পর যুবকদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু ইকবাল পাশা জানান, আটক যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।