১৭দিনে সাড়ে ১৩ লাখ মিটার জাল ধ্বংস

১৭

রাজবাড়ীতে ১৭ দিনে ২০২ জেলের দণ্ড, সাড়ে ১৩ লাখ মিটার জাল ধ্বংস
রাজবাড়ীতে মা ইলিশ শিকার করার অপরাধে গত ১৭ দিনে ২০২ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এই সময়ে ৯৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় এবং ১ হাজার ১০৪ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সময়ে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মোট ২০২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১১০৪ কেজি ইলিশ জেলেদের কাছ থেকে জব্দ করে এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার জেলায় অভিযান পরিচালনা করে ১৬ জন জেলেকে আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৩৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ৪৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জেলা পুলিশ, নৌ-পুলিশ, সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *