বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা পেয়ে মা সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজে রাখার দায়ে গ্রেফতারকৃত মাদরাসাপড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যায় এই আদেশ দেন।
এর আগে, গত ১০ নভেম্বর রোববার দুপুরে হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শ্বাসরোধ করে মাকে হত্যা করেন সাদ বিন আজিজুর রহমান। পরে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ডিপফ্রিজের মধ্যে লুকিয়ে রাখেন। এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করেন।
র্যাব-১২ এর সদস্যদের পরিবারের সদস্যদের সন্দেহ হলে বাবা, ছেলেসহ তিন জনকে বগুড়া ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ছেলে সাদ বিন আজিজুর রহমান মা সালমা খাতুনকে হত্যার কথা স্বীকার করেন। পরে বাবাসহ দুইজনকে ছেড়ে দিয়ে মঙ্গলবার দুপুরে ছেলে সাদকে দুপচাঁচিয়া থানা পুলিশে হস্তান্তর করে। থানা পুলিশ বুধবার আদালতে হাজির করে সাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন