চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইমন বলেন, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করে। এসময় পেছন থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। পেছনে থাকা একটি লরিও দ্বিতীয় বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ছয়জন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে যে যার গন্তব্যে চলে যান।
তিনি আরো বলেন, শুকলালহাট বাজারে মহাসড়কের পাশে যে যার মতো করে বাজার বসিয়ে দেন। ফলে হাটের দিন মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় দুর্ঘটনা ঘটে