সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে জালালাবাদ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, সিলেটের কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক মামলার পলাতক আসামি ইকবাল। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল মালিক আমেনের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে