রাতের অন্ধকারে কেটে ফেললো কৃষকের ৫০০ কলাগাছ

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে মিতিন বিশ্বাস নামে এক কৃষকের ৫০ শতক জমির ৪০০ থেকে ৫০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
১ নভেম্বর সকালে বিষয়টি কৃষকের নজরে আসে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে ,বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় কলা গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের এলাকায় দুইটি সমাজ। এখানে আওয়ামী লীগ-বিএনপি সবাই আছে। তবে এতোদিন আমাদের এখানে কোনো সমস্যা ছিল না। গত রাতে হঠাৎ চরের ৪ থেকে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে। একটা গাছ কাটা আর মানুষ হত্যা করা সমান অপরাধ।

স্থানীয় আরও এক কৃষক বলেন, বড়খোলা এলাকার আবুল জোয়াদ্দার, জহির জোয়াদ্দার, কলিমউদ্দিন জোয়াদ্দার ও জিল্লুর নেতৃত্বে রাতের অন্ধকারে কলাগাছ কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে আমরা জানি না। সকালে গিয়ে দেখি ৪-৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মিতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করে আসছি। শুক্রবার আমি চরে গিয়ে দেখি আমার সব কলাগাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এটা করেছে আমি জানি না। আমার সাথে কারোর শত্রুতাও নেই।

পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *