রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেফতার হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, রাহেনুল হককে গ্রেফতারের জন্য চারঘাট থানা-পুলিশের রিক্যুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে আছেন। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হক পুলিশের হাতে গ্রেফতার হন। গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অসুস্থতার কারণে সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।
জানা যায়, রাত পৌনে ৮টার দিকে সাবেক এমপিকে গ্রহণ করতে কারা ফটকের সামনে তার স্ত্রী, ছেলে, আইনজীবী ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি অবস্থান করলে স্থানীয় কতিপয় বিএনপি ও যুবদল কর্মীরা বদিউজ্জামান বদি ও আইনজীবী জিয়াকে মারধর করার জন্য উদ্ধত হয়। এ সময় কারা ফটকের সামনে অবস্থানরত জেলা ডিবি পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদিকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়