রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কাভার ভ্যানের ধাক্কায় নিহত রিকশাচালক ও যাত্রী দেখতে চালকের পরিচয় জানা যায়নি তার আনুমানিক বয়স ৪৫ যাত্রী দিদার এলাহী বয়স ৩৪ বছর
নিহত দিদার এলাহী গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। দিদার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে। পরে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, সকালে একটি কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হলেও চালকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই মুজাহিদুল ইসলাম