শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোট কাশর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, রাতে উপজেলাধীন অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ ৮০২৬ মেজর নোমান মুন্সীর নেতৃত্বে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ছোট কাশর এলাকার নিজ বাড়ি থেকে ১১৭ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।