কয়েক ঘণ্টা পরই প্যারিসের থিয়েটার দ্য শার্লটে বসবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ঘোষণা করা হবে ২০২৩-২৪ মৌসুমের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের নাম। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিজয়ীর নাম ফাঁস হয়েছে।
এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের ভোটের ভিত্তিতে ১২ জন ফুটবলারের ক্রম-তালিকা ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া তালিকায় দেখা গেছে, সর্বোচ্চ ৬৩০ ভোটিং পয়েন্ট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তালিকাটি বাস্তবসম্মত হলে ভিনির হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর।
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৫৭৬ ভোটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে ৪২২ ভোটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে (৩১৭ ভোটিং পয়েন্ট) ও ইংল্যান্ডের হ্যারি কেন (২০১ ভোটিং পয়েন্ট)।
২০০৭ সালের পর থেকেই ব্যালন ডি’ অরের পোডিয়ামে কোনো ব্রাজিলিয়ান ফুটবলারকে বিজয়ী হিসেবে দেখা যায়নি। তবে এবার সেই আক্ষেপ মেটাতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ব্যালন ডি’অরের ভোটের তালিকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ব্যালন ডি’অরের ভোটের তালিকা
ব্যালন ডি’অরের পুরস্কার আগে দেয়া হতো শুধু ইউরোপিয়ানদের মধ্যে। তবে ১৯৯৫ সালে এই নিয়মে পরিবর্তন আনা হয়। সেই বছর থেকেই যোগ্যতার বিচারে যে এগিয়ে তাকেই ব্যালন ডি’অর পুরস্কার দেয়ার ঘোষণা দেওয়া হয়।
জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কার তথ্য অনুযায়ী ভিনিসিয়ুস জুনিয়রের জন্য গোল্ডেন বুট প্রস্তুত রেখেছে অ্যাডিডাস। তাই অনেকে ধারণা করছেন এবার এই ব্রাজিলিয়ানের হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ের খবর বেরিয়েছে বৈশ্বিক সব গণমাধ্যমে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা ভিনিসিয়ুসের হাতে সরাসরি ব্যালনের প্রেস্টিজিয়াস পুরস্কার তুলে দিয়েই শিরোনাম করেছে।
ব্যালন ডি’ অরের পুরস্কার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আজ পুরস্কার তুলে দেয়া হবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।