বিপ্লবের গতি সঠিক পথেই আছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিপ্লবের গতি সঠিক পথেই আছে। সমাজের পরিবর্তন আনাটাই হচ্ছে প্রকৃত সংস্কার এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

আজ শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ খ্রি.) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট ২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান পিপিএম, এনডিসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

সাংবাদিকদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। আপনারা রিপোর্টিংয়ের মাধ্যমে সমাজের অপরাধের যে চিত্র তুলে ধরেন তা রাষ্ট্রের দায়িত্বের একটা অংশ। আপনারা বিভিন্ন ধরনের অপরাধমূলক প্রতিবেদনের মাধ্যমে সমাজের অপরাধ ধরিয়ে দেন এবং আমাদেরকে সতর্ক করেন।

তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অন্যতম পূর্বশর্ত। আমরা আশা করি আপনাদের সার্বিক সহযোগিতায় একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মাইনুল হাসান পিপিএম, এনডিসি বক্তব্যের শুরুতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাংবাদিকসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডিএমপি কমিশনার ক্র্যাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্র‍্যাবের নেতৃবৃন্দসহ সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

উপস্থিত সকলের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়নের পূর্বশর্ত। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ করতে গিয়ে পুলিশকে অনেক সময় সমালোচিত হতে হয়। আমরা প্রত্যাশা করব সমালোচনা যেন গঠনমূলক হয়। একসাথে কাজ করতে পুলিশ ও সাংবাদিক ভাইদের মধ্যে যেন কোনরকম ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সর্বসাধারণের নিকট তথ্য তুলে ধরেন। পুলিশ সেসব তথ্য অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তে ব্যবহার করে থাকে। এক্ষেত্রে তথ্যে স্বচ্ছতা ও মান যেন বজায় থাকে আমরা সে প্রত্যাশা করি।

ডিএমপি কমিশনার আরো বলেন, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের দেদীপ্যমান চেতনা জাগ্রত রেখে, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারব। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমাদের বন্ধন আরো দৃঢ় হবে এবং সুন্দর, সুশৃংখল ও স্থিতিশীল দেশ গঠনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ক্র্যাবের যেকোন শুভ ও কল্যাণকর কাজের সাথে রয়েছে ডিএমপি এবং ভবিষ্যতেও পাশে থাকবে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা-পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরির প্লাটফর্ম হিসেবে আপনারাও আমাদের পাশে থাকবেন।

অনুষ্ঠানে ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৪ প্রদান করা হয়। ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এর প্রিন্ট/অনলাইন ক্যাটাগরিতে ‘অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন’ এর পুরস্কার পেয়েছেন প্রথম আলো পত্রিকার মাহমুদুল হাসান নয়ন, টেলিভিশন/রেডিও ক্যাটাগরিতে ‘অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন’ এর পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাজমুল সাঈদ ও প্রিন্ট/অনলাইন ক্যাটাগরিতে ‘মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন’ এর জন্য পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্ট এর জসীম উদ্দীন।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, আম্বার গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেল, ডিএমপি, র‍্যাব ও বিজিবির মিডিয়া উইং এর কর্মকর্তাগণ ও ক্র্যাবের নেতৃবৃন্দসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *