বিপিএলে রংপুর রাইডার্সের নতুন চমক আসন্ন BPL এ ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের পছন্দমতো দল গুছিয়েছে। তবে এখনও দলগুলোর শক্তি বাড়ানোর সুযোগ রয়েছে সরাসরি চুক্তিতে।
এর মাঝে নিজেদের কোচিং প্যানেলে চমক দিয়েছে রংপুর রাইডার্স।
তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে। খবর নিশ্চিত করেছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে। এমন বিশ্বমানের কোচের হাত ধরে শিরোপা ঘরে তুলতে চায় রংপুর রাইডার্স।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার কোচিং ক্যারিয়ারে নিজের দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা অনেক। তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তাকে দেখা যাবে রংপুরের ডেরায়।