২৪ অক্টোবর সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সিরাজগঞ্জের সালোঙ্গা থানা সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার কে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ মো. এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, তার (আব্দুল লতিফ সরকার) বিরুদ্ধে চাঁদাবাজি, বালুমহাল-সংক্রান্ত অপরাধ ও এক শিক্ষককে মারপিটের অভিযোগ ওঠে। যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শাতে বলা হলে তিনি যা জবাব দেন তা সন্তোষজনক না হওয়ায় তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি করা হয়েছে।