কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপার হানাগড় থেকে ক্যাতক্যাতার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অনেক খারাপ। সড়কটিতে গত ২০ বছর ধরে কোন কাজ করা হয়নি ।
এর ফলে চরম দুর্ভোগে করেছেন স্থানীয় বাসিন্দারা।অনেকবার তারা লিখিত ও মৌখিক আবেদন করন,কিন্তু কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। পরে এই সমস্যার সমাধানের জন্য এলাকাবাসী চাঁদা তুলে সেচ্ছাশ্রমে সংস্কার করছে সড়কটি। সেই সঙ্গে পৌর কর দিয়েও পৌর সভার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ ঝাড়ছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম পৌর শহরের ৬নং ওয়ার্ড ভেলাকোপা মৌজার হানাগড়ের মাথা থেকে প্রায়েএক কিলোমিটার সড়কটি সংস্কার হয়নি ২০ বছরেও।
এর ফলে ভেলাকোপা ওয়ার্ডের চারটি গ্রাম ও দুইটি ইউনিয়নের শত শত মানুষের যাতায়াত নিয়ে পড়েন চরম বিপাকে। তৎকালীন পৌর মেয়র ও সাবেক মেয়রকে অভিযোগ ও অনুরোধ করলেও তারা সড়কটি সংস্কারে কোনো ব্যবস্থা নেননি বলে জানায় এলাকাবাসি।
সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় গ্রামবাসী নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করেন। সেটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হয়। এমন দূর অবস্থা দেখেও পৌর কর্তৃপক্ষ নিরব থাকায় বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণে এগিয়ে আসেন এলাকাবাসী। গত এক সপ্তাহ থেকে সড়কটি মেরামতে উঠে পড়ে লেগেছেন তারা।