দারুন গোল সুয়ারেজের জয় পেল মিয়ামি

আজকের ম্যাচে গোল পাননি মেসি। তবে নিজে গোল না পেলেও সতীর্থ জর্দি আলবাকে দিয়ে গোল করিয়েছেন তিনি। দলের হয়ে আরেকটি গোল করেছেন লুইস সুয়ারেজ। এ দুই গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিয়ামি ।

শনিবার ভোরে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচটিতে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছে মেসি-সুয়ারেজরা। অপরদিকে আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেছেন সাবা লোবঝানিদজে।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচে দলটির পয়েন্ট ৭৪। ২২ জয় এবং ৮ ড্রয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে মেসি-সুয়ারেজের দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাম্বাস ক্রুয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে মেসির দল।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে মায়ামি। ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মধ্যেই প্রথম গোল করেছে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের মধ্যে থাকা গোমেজের দিকে বল বাড়ান জর্দি আলবা। বল পায়ে পেয়ে সঙ্গে সঙ্গে সুয়ারেজের দিকে বাড়ান গোমেজ। জোরালো শটে জালে বল জড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার।

৭ এবং ২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ দুটি প্রচেষ্টা চালান মেসি। তবে দুটিই ফিরিয়ে দিয়েছেন আটলান্টার গোলরক্ষক ব্রাড গুজান। ৩৯ মিনিটে খেলার ধারার বিপরীতে সমতা ফেরায় আটলান্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *