আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।
এই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ম্যাচ শুরুর একদিন আগে আজ স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিকের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মূলত চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না জাকের। ফলে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ অঙ্কনকে। এই উইকেটকিপার ব্যাটারের এখনও টেস্ট অভিষেক হয়নি।
জাকের না থাকায় নিশ্চিতভাবেই বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসবে। তাছাড়া ঢাকা টেস্টে এক পেসার ও তিন স্পিনার মিলিয়ে মোট চার বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ, এবার জাকেরের পরিবর্তে একজন বোলার নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে দুই পেসার।
চট্টগ্রাম টেস্টের একাদশ নিয়ে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন, ‘এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’
বাংলাদেশের একাদশ (সম্ভাব্য):
নাজমুল হোসেন শান্ত , সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।