জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিন সেনা সদস্য।
নিহত সেনা সদস্য হলেন- জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার।
দ্য আর্মিস ১৬ কর্পসের বরাতে রোববার (১০ নভেম্বর) ভারতীয় সম্প্রচার মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকেই কাশ্মীরে গোলাগুলি শুরু হয়। এরমধ্যে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এসময় আহত হন আরো তিন সেনা সদস্য। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত ৮ নভেম্বর কাশ্মীরে দু’জন গ্রামসুরক্ষা জওয়ানকে (ভিলেজ ডিফেন্স গার্ড) হত্যা করা হয়। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে, ওই হত্যার ঘটনায় অভিযুক্তরা কাশ্মীরের কিশতওয়ার জঙ্গলে লুকিয়ে আছে। এ সূত্র ধরেই রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এসময় এনকাউন্টারে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়। আহত হন আরো তিন সেনা কর্মকর্তা