চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে রানের পাহাড় গরল দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন শেষে দুই উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ১৪১ ও ডেভিড বেডিংহাম ১৮ রানে অপরাজিত আছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।
ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। এরপর শক্ত প্রতিরোধ গড়েন টনি ও ত্রিস্টান স্টাবস। দুজনের দৃঢ়তায় দ্বিতীয় সেশন পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা।

চা বিরতির একটু আগে মিরাজকে সুইপ করে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন টনি। তৃতীয় সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সতীর্থ স্টাবসও। দুজনেই এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতকের স্বাদ পেয়েছেন।

সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি স্টাবস। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করেন এ ব্যাটার। আলোকস্বল্পতার জন্য দিনের কোটার ৯ ওভার বাকি থাকতে খেলা বন্ধ করেন আম্পায়াররা। ফলে বড় পুঁজির দিকে চোখ রেখেই দিন শেষ করে প্রোটিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *