কালীগঞ্জে খোকন পরিবহনের বাসে ১০০ বোতল ফেনসিডিল আটক

কালীগঞ্জে খোকন পরিবহনের বাসে ১০০ বোতল ফেনসিডিল আটক

লালমনিরহাট জেলা পুলিশের মাধ্যমে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় খোকন পরিবহন হইতে ০১ জন বাস ড্রাইভার ও ০১ জন বাস সুপারভাইজার গ্রেফতারসহ ১০০ (একশত) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার :


জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাশিরাম মৌজাস্থ কালীগঞ্জ থানার মূল গেটের সামনে পাটগ্রাম টু ঢাকা গামী মহাসড়কের উপর খোকন পরিবহন নামক বাস তল্লাশী করিয়া বাসের ড্রাইভারের সীটের উপরে বিশেষ কায়দায় রক্ষিত ১০০(একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার উক্ত বাসের ড্রাইভার মোঃ নাসির উদ্দিন (৩৩), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-খালিসপুর, থানা-দৌলতপুর, জেলা-খুলনা, এবং উক্ত বাসের সুপারভাইজার ২। মোঃ আজিজুল ইসলাম বাবু(৩০), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-ইসলামপুর (টংভাঙ্গা), থানা-হাতীবান্ধা,জেলা-লালমনিরহাটদ্বয়কে আটক করিয়া উক্ত খোকন নামক বাসটি জব্দ করা হয়।

কালীগঞ্জে খোকন পরিবহনের বাসে ১০০ বোতল ফেনসিডিল আটক


উদ্ধারকারী অফিসার এসআই মোঃ নুরুল হক সরকার এবং তার সঙ্গীয় টিম, সকলেই কালীগঞ্জ থানা, লালমনিরহাট। বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ একটি অন্যতম থানা যে থানার ভারত সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক সহ বিভিন্ন অবৈধ জিনিস সামগ্রী বাংলাদেশে ঢুকে এবং পরবর্তিতে সেসব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌছে। নতুন বাংলাদেশে আমাদের অনুসন্ধানি টীম কাজ করে যাচ্ছে এই চোরাচালানের সাথে ব্যক্তিদের সনাক্ত করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *