আবার বেরোবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এমন ঘোষণার পর ফের আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দলে দলে শিক্ষার্থীদের জড়ো হয়ে আনন্দ মিছিলটি আবু সাঈদ চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, প্রধান ফটকে এসে সমাপ্ত হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় আমরা আনন্দিত। এখন শিক্ষার্থীরা শান্তিতে পড়ালেখার টেবিলে বসতে পারবেন।

শিক্ষার্থী রহমত আলী বলেন, আমাদের দাবি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেটি আজকে সিন্ডিকেটের মাধ্যমে সেটির অবসান ঘটেছে।
আরেক শিক্ষার্থী জানান, ছাত্র সংসদ থাকলে সব শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে। আমাদের সব অধিকার সুনিশ্চিত হবে।

উল্লেখ, ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় সব প্রকার রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *