গাজীপুরের কাশিমপুরে জিএমসহ চার স্টাফের পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন নরবান কমটেক্স লিমিডেট কারখানারা শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় কেপিজে হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন তারা।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ফ্যাক্টরির জিএমসহ চার স্টাফের অসৎ আচরণের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন ফ্যাক্টরির কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্ত মেনে নিয়ে ১০টা ৫০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পরে ফ্যাক্টরি কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে নিজ নিজ গন্তব্যে চলে যান শ্রমিকরা। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে