আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা দেশের মানুষ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শুক্রবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেন।
জয়নুল আবেদীন বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, কিন্তু তার দোসররা ঘাপটি মেরে থাকলেও এখনো মাঝে-মাঝে লাফালাফি করছে। আগে তাদের বিভিন্ন অপরাধের বিচার করতে হবে। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা দেশের মানুষ ঠিক করবে।”
এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।