লালমনিরহাটে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-৩লালমনিরহাট জেলার লালমনিরহাট থানা পুলিশ এর বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০২ টি ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ০১টি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস সহ ০৩ জন আসামী গ্রেফতার।
১৭/০৩/২০২৫ ইং রোজ সোমবার লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়।
লালমনিরহাট থানা পুলিশের একটি টিম লালমনিরহাট থানাধীন কুলাঘাট ইউনিয়নের সাকোয়া মৌজাস্থ (কুলাঘাট থেকে বড়বাড়ি গামী) হবির মোড়স্ত পাকা রাস্তার উপর হতে
০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০২ টি ম্যাগাজিন সহ ৫০ (পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ০১টি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস’সহ
০৩ জন আসামী গ্রেফতার করে।এই সংক্রান্তে লালমনিরহাট সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ০২টি মামলা রুজু করা হয়।